Institute for Higher Education and Research (IHER)

Message from the Director

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর শিক্ষা ও গবেষণার লক্ষ্যে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে Institute for Higher Education and Research (IHER) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের চারতলায় ইনস্টিটিউটের কার্য্ক্রম পরিচালিত হচ্ছে। এই ইনস্টিটিউটটি বোর্ড অব গভর্নেন্স দ্বারা পরিচালিত হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তির সকল শাখায় উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধা সৃষ্টি ও উন্নয়ন এবং দেশ ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর প্রযুক্তি উদ্ভাবনে উচ্চতর গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। একইসঙ্গে ইনস্টিটিউটটি দেশ-বিদেশের দক্ষ বিজ্ঞানী ও গবেষকদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স এবং ওর্য়াকশপের গবেষণালব্ধ জ্ঞান প্রকাশনার মাধ্যমে গবেষণাকর্মে পারস্পারিক সহযোগীতা এবং বিনিময়ের ক্ষেত্র সৃষ্টি অব্যাহত রয়েছে। এর অধীনে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণাকর্ম প্রকাশের লক্ষ্যে ‘Journal of Jessore University of Science and Technology’ নামে একটি নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশ ও বিদেশের বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য গবেষকদের সমন্বয়ে গঠিত এডিটরিয়াল বোর্ডের মাধ্যমে প্রবন্ধ প্রকাশনার কার্যক্রম পরিচালিত হয়, যেখানে এ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রধান সম্পাদক এবং অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান পরিচালক, Institute for Higher Education and Research (IHER) নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ইনস্টিটিউট কর্তৃক ভাষা কোর্স চালু, উচ্চতর ডিগ্রি কোর্স ও গবেষণা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান, (ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স, যবিপ্রবি) ও সহযোগী-পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ (পদার্থবিজ্ঞান বিভাগ, যবিপ্রবি)।



অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান

পরিচালক

Institute for Higher Education and Research (IHER)