আইসিটি সেলের উদ্দেশ্য ও কার্যপরিধিঃ
বিশ্ববিদ্যালয়সমুহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান আহরণের ক্ষেত্র তৈরী করা।বিশ্ববিদ্যালয়ের আইসিটি কর্মকান্ড সচল রাখার জন্য ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন ও তা নিরবিছিন্নভাবে চালু রাখা। ক্যাম্পাস নেটওয়ার্ক এর অধীনস্থ ল্যান উপকরণ ডেক্সটপ কম্পিউটার ও অন্যান্য আইসটি উপকরণের চাহিদা নির্ধারণ ও ক্রয়ের ব্যবস্থা করা এবং এ সকল যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ করা। ক্যাম্পাস নেটওয়ার্ক চালু রাখার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা চালু রাখার জন্য বিডিরেন ও অন্যান্য আইএসপি হতে ব্যন্ডউইথ সংগ্রহ ও তা আপগ্রেডিং এর ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ে WiFi ব্যবস্থা চালুকরন ও তা নিরবিছিন্নভাবে চালু রাখা। বিডিরেন এর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনলাইনে আদান-প্রদানের ক্ষেত্রে ইউ-হিমিস প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা এবং এন-হিমিস এর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা।