( For any ICT related services (network, website etc.) please contact to this email address- ict.cell@just.edu.bd )
২০১৭ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কার্যক্রম শুরু হয়। বর্তমান সরকার দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও সকল ক্ষেত্রে এর ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০০৯ প্রণীত হয়েছে। নীতিমালার উচ্চ শিক্ষা সংক্রান্ত করণীয় বিষয়সমুহ বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিশন উচ্চ শিক্ষায় আইসিটি-সেল এর উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। উচ্চ শিক্ষার মানোন্নয়ন প্রকল্পের অধীনে উচ্চগতির ইন্টারনেট সংযোগের লক্ষ্যে বিডিরেন কাজ করে যাচ্ছে। বিডিরেন ও আইএফ কম্পোনেন্ট এর আওতায় বিশ্ববিদ্যালয়সমুহের ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের কাজের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়সমুহকে আর্ন্তজাতিক রিসার্স ও এডুকেশন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার কাজ চলছে। দেশের উচ্চ শিক্ষাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি‘র ব্যবহার নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক ‘আইসিটি ইন এডুকেশন মাষ্টার প্ল্যান’ প্রনয়ন করা হয়েছে। আইসিটির ক্ষেত্রে সরকার কর্তৃক গৃহীত ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও তা চলমান রাখার জন্য ‘আইসিটি নীতিমালা ২০০৯’ এ সরকারী / আধা সরকারী / স্বায়ত্বশাসিত সংস্থায় আইসিটি জনবল সমৃদ্ধ সেল গঠনের প্রস্তাব করা হয়েছে। আইসিটি ইন এডুকেশন মাষ্টার প্ল্যানের মধ্যেও বিশ্ববিদ্যালয়সমুহে অনুরূপ সেল গঠনের প্রস্তাব করা হয়েছে। শিক্ষায় আইসিটি এর ব্যবহার সমৃদ্ধকরণ এবং উচ্চ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সকল বিশ্ববিদ্যালয়ে একই কাঠামোর আলোকে আইসিটি সেল গঠন করা হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি সুষম দক্ষ জনবল সৃষ্টি হবে যা বিশ্ববিদ্যালয়সমুহের মধ্যে পারস্পারিক সহযোগীতা এবং দক্ষতা ও লব্ধ জ্ঞান আদান-প্রদানের জন্য সহায়ক হবে।
আইসিটি সেলের উদ্দেশ্য ও কার্যপরিধিঃ
বিশ্ববিদ্যালয়সমুহে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান আহরণের ক্ষেত্র তৈরী করা।বিশ্ববিদ্যালয়ের আইসিটি কর্মকান্ড সচল রাখার জন্য ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন ও তা নিরবিছিন্নভাবে চালু রাখা। ক্যাম্পাস নেটওয়ার্ক এর অধীনস্থ ল্যান উপকরণ ডেক্সটপ কম্পিউটার ও অন্যান্য আইসটি উপকরণের চাহিদা নির্ধারণ ও ক্রয়ের ব্যবস্থা করা এবং এ সকল যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ করা। ক্যাম্পাস নেটওয়ার্ক চালু রাখার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা চালু রাখার জন্য বিডিরেন ও অন্যান্য আইএসপি হতে ব্যন্ডউইথ সংগ্রহ ও তা আপগ্রেডিং এর ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ে WiFi ব্যবস্থা চালুকরন ও তা নিরবিছিন্নভাবে চালু রাখা। বিডিরেন এর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনলাইনে আদান-প্রদানের ক্ষেত্রে ইউ-হিমিস প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা এবং এন-হিমিস এর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা।