Shaheed Mashiur Rahman Hall

About Office


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত হলগুলোর মধ্যে শহীদ মসিয়ূর রহমান হল অন্যতম। এ হলের নামকরণ করা হয়েছে প্রাক্তন আইনমন্ত্রী, প্রখ্যাত আইনজীবী, স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের একমাত্র শহীদ সংসদ সদস্য, যশোরের কৃতি সন্তান শহীদ মসিয়ূর রহমান-এর নামানুসারে। তিনি ১৯৭১ সালের ২৩ এপ্রিল মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের নির্যাতনে যশোর সেনানিবাসে শাহাদত বরণ করেন। 

হলটি ২০১০ সালের ০১ অক্টোবর মাত্র ১০৫ জন আবাসিক ছাত্র নিয়ে কার্যক্রম শুরু করে। এদিনটি হল দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে ২০০ টি কক্ষে ৭৪২ জন স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং ১২টি কক্ষে ১২ জন এমফিল/পিএইচডি ফেলোর থাকার ব্যবস্থা রয়েছে। প্রতিটি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক ফ্যান, শেল্ফ, খাট, চেয়ার ও টেবিল সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এ হলে ১০০ জন ছাত্রের একসাথে পড়তে পারার উপযোগী একটি অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন ২৬ মার্চ ২০১৮ খ্রি. তারিখ শুভ উদ্বোধন করেন। হলে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। এ গ্রন্থাগারে ধর্ম, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ধরনের বই আছে। একটি প্রার্থনা কক্ষ, একটি ক্যান্টিন, ১০০ জন ছাত্রের একসাথে আহার করতে পারার উপযোগী একটি ডাইনিং এবং একটি টিভি রুম রয়েছে। হলের শিক্ষার্থীদের জন্য ক্যারাম বোর্ড, টি টেবিল টেনিস, দাবাসহ নানাবিধ ইনডোর খেলাধুলার সুযোগ রয়েছে। প্রতি বছর জাতীয় দিবস উপলক্ষ্যে হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বির্তক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও প্রতি বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসগুলোতে, বিশেষকরে বিশ্ববিদ্যালয় দিবসে (২৫ শে জানুয়ারী) উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 


List of Provosts

Rules of Discipline for Students