যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরকে সম্পূর্ণভাবে অটোমেশনের আওতায় আনয়নের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অত্র দপ্তর আংশিক অটোমেশনের আওতায় এসেছে। যেমন-শিক্ষার্থীরা অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন ও প্রবেশপত্র সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। এছাড়া প্যানেল, মুখপত্র তৈরীসহ আরও কিছু কার্যক্রম বর্তমানে অটোমেশনের আওতায় এসেছে। ইতোমধ্যে ফলাফল প্রস্তুতকরণ ও প্রকাশ সংক্রান্ত কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার কাজ চালু হয়েছে। ফলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুরোপুরি অটোমেশনের ক্ষেত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর একধাপ এগিয়ে থাকবে এবং ফলাফল প্রকাশসহ অন্যান্য সেবা প্রদান আরও সহজ, নির্ভুল ও দ্রুত সময়ে হবে।