Campus News

যবিপ্রবি শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

May 13, 2019

Print

(যশোর ১৩ মে, ২০১৯ খ্রি.): পারস্পারিক গোষ্ঠীগত সম্প্রীতি বৃদ্ধি ও মেলবন্ধন বাড়াতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক সমিতি। আজ সোমবার সন্ধ্যায় যশোরের শহরের থিয়েটার ক্যাফেতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুল মজিদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. মোঃ নাজমুল হাসান, যবিপ্রবির ডিন অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান, ডিন অধ্যাপক ড. মো: জিয়াউল আমিন, ডিন ড. মো: ওমর ফারুক, ডিন ড. মো: জাফিরুল ইসলাম ও ডিন ড. কিশোর মজুমদার, প্রাধ্যক্ষ প্রকৌশলী ড. মো: আমজাদ হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুর রশীদ, প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন পাটোয়ারি, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ড. সুমন চন্দ্র মোহন্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নওশীন আমিন শেখ, কার্যনির্বাহী সদস্য ড. মো: ওবায়েদ রায়হান, আল-ওয়ালিদ, সারমিন আকতার প্রমুখ। এ ছাড়া ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ শিক্ষকেরা তাদের পরিবারকে সাথে নিয়ে যোগ দেন। সবার প্রাণবন্ত উপস্থিতিতে ইফতার মাহফিল পরিণত হয় যবিপ্রবি পরিবারের মিলনমেলায়। 


ইফতারের পূর্বে দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়, যবিপ্রবি পরিবার, দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম মাওলানা মো: আকরামুল ইসলাম। 


  

বার্তা প্রেরক





মো: আব্দুর রশিদ

জনসংযোগ কর্মকর্তা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,

যশোর-৭৪০৮।


অন্যান্য সংবাদ

Load More