Campus News
যবিপ্রবিতে হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন রোডশো ক্যাম্পেইন অনুষ্ঠিত
CAMPUS, Oct 29, 2023
হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ও প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৩-২০২৪ রোড শো ক্যাম্পেইন। যবিপ্রবির আইসিটি সেল-এর পরিচালক ড. ইঞ্জি. ইমরান খানের সার্বিক তত্ত্বাবধানে ২৯/১০/২০২৩খ্রি. তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।
আগামী ২৫নভেম্বর, ২০২৩ তারিখে তিনটি ভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে চলা আইসিটি কম্পিটিশনে অংশগ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের আহবান জানিয়ে কম্পিটিশনের আকর্ষণীয় দিকসমূহ উপস্থাপন করেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের পার্টনার ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট শাখার পরিচালক জনাব মিজানুর রহমান খান চৌধুরী। হুয়াওয়েতে যবিপ্রবির ২৬জন গ্রাজুয়েট কর্মরত উল্লেখ করে, ক্যারিয়ার গড়ার জন্য হুয়াওয়ের উন্মুক্ত দ্বারে প্রবেশের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে প্রস্তুতি গ্রহণের আহবান জানান তিনি। হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেড এর সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের পার্টনার অপারেশন্স ম্যানেজার জনাব মোঃ ইদুল হাসান মিথুন আইসিটি কম্পিটিশনে রেজিস্ট্রেশন ও পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদানকালে আইসিটি সেলের পরিচালক ও ইইই বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান বলেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রে শক্ত অবস্থান নিশ্চিত করতে নিজেদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যে এধরনের কম্পিটিশনে অংশগ্রহণের বিকল্প নেই। শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে ইন্ডাস্ট্রি-একাডেমির সম্পর্ক নিবিড় করার জন্য যবিপ্রবিতে এধরণের আয়োজনের পৌনঃপুনিকতা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া, স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ গঠনের যে চারটি স্তম্ভ যথা Smart Citizen, Smart Government, Smart Society, Smart Economy রয়েছে এগুলি অর্জনের জন্য আইসিটি স্কিল এর কোন বিকল্প নেই এবং এই ধরনের কম্পিটিশন স্মার্ট বাংলাদেশ এর লক্ষ্য অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য তিনি হুয়াওয়ে বাংলাদেশ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
যবিপ্রবির ইইই ও সিএসই বিভাগ সহ তথ্যপ্রযুক্তিতে আগ্রহী বিভিন্ন বিভাগের দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির সিএসই বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব, আইসিটি সেল-এর সহকারী পরিচালক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নাসিম আদনান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ, ইইই বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান, জাহেদুল ইসলাম, আইসিটি সেল-এর কম্পিউটার প্রোগ্রামার মোঃ শামীম রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ।