যবিপ্রবির লোগো

Campus News

যবিপ্রবিতে শুরু হয়েছে প্রথম বর্ষে ভর্তির আবেদন

Nov 10, 2021

Print

(যবিপ্রবি: ১০ নভেম্বর ২০২১ খ্রি.): জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২০-২১ এ ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের যবিপ্রবির https://admission.just.edu.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 

যবিপ্রবির টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জিএসটি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উল্লিখিত লিংকে অনলাইনে আবেদন পদ্ধতি এবং অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত পৃথক শর্তসমূহ বিস্তারিতভাবে পাবেন। তাঁরা ১০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। 

যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ জিএসটি গুচ্ছভুক্ত নয় বিধায় এ বিভাগের ক্ষেত্রে ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী একই লিংকে গিয়ে আবেদন করতে হবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাঁদের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হবে। ২০১৯ ও ২০২০ সালে যেকোনো বিভাগ হতে এইচএসসি/সমমান পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এ বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।  

এ বছর সাতটি অনুষদের অধীনে ২৬টি বিভাগে মোট ৯৬০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মোট আসনের মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। আর যবিপ্রবিতে বিদেশি নাগরিকদের ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের মাধ্যমে আবেদনের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দুর্দশা লাঘবের জন্য গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে সবকটি ইউনিটেরই ফলাফলও প্রকাশ করা হয়েছে।  

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শেষ হলেই মেধাক্রম প্রকাশ এবং এর পরপরই অনুষদ ও বিভাগ ভিত্তিক ভর্তির সকল কার্যক্রম শুরু হবে। আমাদের লক্ষ্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাপ্ত এবং জানুয়ারির মাঝামাঝি সশরীরে ক্লাস শুরু করা। 

ভর্তি সংক্রান্ত সকল তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.just.edu.bd-তে ভিজিটের অনুরোধ জানানা হয়েছে।

বার্তা প্রেরক



মো. আব্দুর রশিদ

সহকারী পরিচালক (জনসংযোগ)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 

যশোর ৭৪০৮, বাংলাদেশ


অন্যান্য সংবাদ

Load More