মো: আবদুল হাই

Campus News

মহামান্য রাষ্ট্রপতির ভাইয়ের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

Jul 17, 2020

Print

(যশোর, ১৭ জুলাই, ২০২০ খ্রি.): মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের ভাই ও তাঁর একান্ত সহকারী সচিব মো: আবদুল হাইয়ের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। 

 

করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। 


এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, মো: আবদুল হাই ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যক্তিগতে জীবনে তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ও পরোপকারী একজন মানুষ। এ ছাড়া তিনি কিশোরগঞ্জর মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।   


অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

বার্তা প্রেরক



মো: আব্দুর রশিদ

জনসংযোগ কর্মকর্তা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 

যশোর ৭৪০৮, বাংলাদেশ। 

অন্যান্য সংবাদ

Load More