Campus News
জেনোম সেন্টার কর্তৃক ওয়ার্কশপ অনুষ্ঠিত
Jashore University of Science and Technology, Feb 09, 2020
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার স্থাপনের মধ্যে দিয়ে মলিকুলার বায়োলজি গবেষণার এক বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তারই ধারাবাহিকতায় জেনোম সেন্টারের পরিচালক মহোদয় “Basic Bioinfomatics: Alignment and Phylogenetics” শীর্ষক একটি ওয়ার্কশপের ব্যবস্থা নেন। ওয়ার্কশপটি ১১-১২ই জানুয়ারী, ২০২০ ইং তারিখে অথ্যাৎ ২ দিন ব্যাপি প্রশাসনিক ভবনের ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছিল।
উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক এ. এস. এম রুবাইয়াত-উল-আলম এবং ওয়ার্কশপটি সঞ্চালনা করেন অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জেনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকবাল কবীর জাহিদ। ওয়ার্কশপটির মাধ্যমে প্রশিক্ষনার্থীদের উক্ত বিষয়ের উপর ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে সনদ পত্র বিতরন করা হয়েছিল।