অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ

Campus News

ঢাবির সাবেক উপাচার্য এমাজউদ্দীনের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

Jul 17, 2020

Print

(যশোর, ১৭ জুলাই, ২০২০ খ্রি.): ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও ও দুঃখ প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। 

 

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকালে মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। 


এক শোক বাণীতে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অধ্যাপক ড. এমাজউদ্দীন ১৯৯২-৯৬ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ো উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি, প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন একজন সফল গবেষক। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি একাধিক বইও রচনা করেছেন। 


আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।  

বার্তা প্রেরক



মো: আব্দুর রশিদ

জনসংযোগ কর্মকর্তা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, 

যশোর ৭৪০৮, বাংলাদেশ।

অন্যান্য সংবাদ

Load More